দেশ

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ভারত

 রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বা ইউএনএসসি-তে ভারতকে সদস্য করায় ভারত ‘‌গভীরভাবে কৃতজ্ঞ’‌। আজ এই ভাষাতেই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবারই রাষ্ট্রপুঞ্জের ১৯২ সদস্য সম্বলিত সাধারণ সভায় ১৮৪টি ভোটে জিতে ইউএনএসসি-র ২০২১-২২-এর জন্য অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে অন্যতম রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে ভারত। প্রধানমন্ত্রী আজ টুইট করে লেখেন, ইউএনএসসি-তে সদস্যপদ পেতে বিশ্ব সমাজ যে স্বতঃস্ফূর্তভাবে ভারতকে সমর্থন করেছে সেজন্য ভারত গভীরভাবে তাদের কাছে কৃতজ্ঞ। এখন ভারত সব রাষ্ট্রের সঙ্গে মিলে বিশ্বে শান্তি, নিরাপত্তা স্থিতাবস্থা আর সাম্যতা আনার জন্য কাজ করবে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য টিএস ত্রিমূর্তি বলেন, ইউএনএসসি-তে ভারতের অস্থায়ী সদস্যপদ আসলে মোদির সারা বিশ্বের সঙ্গে ভারতের জন্য নেওয়া জোরাল ভূমিকারই ফল।