মুম্বইঃ গাড়ি দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা। ঘটনাটি ঘটে জুহুতে। তবে ওই সময় রাস্তা ফাঁকা থাকার কারণে ঘটনায় কেউ জখম হননি। জানা গিয়েছে, যশবর্ধনের গাড়ি গিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। দুই তরফের পক্ষ থেকেই কোন অভিযোগ দায়ের করা হয়নি। কেবল যশবর্ধনের গাড়ির হেডলাইট ভেঙেছে।