আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের উত্তরসূরি কে হবেন এবং কী ভাবে তা হবে- এই বিষয়গুলি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বোর্ড সদস্যরা। ইতিমধ্যে আইসিসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জুলাই মাসের আগে টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে ভারতের পাশাপাশি বেশিরভাগ দেশই বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষেই মত প্রকাশ করেছে। ফলে বৃহস্পতিবারের বৈঠকে আবারও টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড সদস্যরা নিজেদের মতামত পেশ করবেন।