জেলা

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র কোপ তৃণমূলের কাউন্সিলরকে, কাঠগড়ায় বিজেপি

দক্ষিণ ২৪ পরগণাঃ গতকালই মুখ্যমন্ত্রী নাম না করে গেরুয়া শিবির লক্ষ্য করেন বলেছিলেন, ‘ভাষার সন্ত্রাস করছে।’ সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই খাস কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে ধরা পড়ল গেরুয়া সন্ত্রাসের নমুনা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা করা হল এক তৃণমূল কাউন্সিলরকে। অভিযোগ, যারা সেই প্রচেষ্টা করলো তারা সব বিজেপি কর্মী হিসাবেই এলাকায় পরিচিত। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগণা জেলার পুজালি পুরসভার রাজীব ঘাট রোড এলাকা। জানা গিয়েছে, শনিবার সকালে পুজালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চিন্ময় বারুইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনা ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কাউন্সিলর তাঁর নিজের বাড়িতেই ছিলেন। এলাকার বাসিন্দা অতীন্দ্র দাস সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর বাড়িতে যান। কাউন্সিলরকে তিনি জানান, তাঁর ভাই অসুস্থ। তাঁর ঠিকমতো চিকিত্সা করাতে পারছেন না। এই কথা বলার পর কাউন্সিলর তাঁকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বের হন। অভিযোগ, রাস্তাতেই আচমকাই পিছন থেকে তাঁর ওপর কেউ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিত্কারে ছুটে আসেন স্থানীয়রাও। কাউন্সিলরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের অভিযোগ, যাঁরা কাউন্সিলরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁরা লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও এবিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে তাঁর উপর হামলা তা এখনও পরিষ্কার নয়। রাজনৈতিক কারণ তা এর পিছনে রয়েছে কোনও রহস্য তা খতিয়ে দেখছে পুলিস।