এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় আজ থেকে বন্ধ হয়ে গেল বিধানসভা। আজ বৃহস্পতিবার থেকে ১০ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের বিধানসভা। আক্রান্ত কর্মী একজন টাইপিস্ট। সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কয়েকদিন ধরেই তাঁর শরীরে জ্বর, সর্দি, কাশির মতো নানান উপসর্গ দেখা যাচ্ছিল। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর বুধবার রাতের দিকে বিধানসভা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে করোনা আক্রান্ত ওই কর্মীর সংস্পর্শে আসা ২২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ২৭ জুলাই পুনরায় চালু হবে বিধানসভা।