কলকাতাঃ এখন অধিকাংশ করোনা আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া যাচ্ছে যাদের কোনও উপসর্গ নেই। তাই শুধুমাত্র থার্মাল গানের সাহায্যে তাদের দেহের তাপমাত্রা মেপে কোভিড টেস্ট করতে পাঠানো যাচ্ছে তা। তাই এবার কলকাতা পুরসভার কর্মীদের হাতে থার্মাল গানের পাশাপাশি দেওয়া হবে পালস অক্সিমিটারও। ওই দুই যন্ত্র হাতেই এবার কলকাতা পুরসভার কর্মীরা যাবেন বিভিন্ন বস্তি, কলোনি ও আবাসনে।পালস অক্সিমিটার শরীরের বেশ কিছু বিষয় চিহ্নিত করবে। এলাকা পরিদর্শনে যাওয়া স্বাস্থ্যকর্মী ও ডাক্তার বাবুদের এতে বুঝতে সুবিধা হবে। চিহ্নিত করতে সুবিধা হবে উপসর্গহীন আক্রান্তদের। ফলে তাদের টেস্ট হবে দ্রুত। টেস্টের সংখ্যা বাড়বে। পরিস্থিতি দ্রুত আয়ত্বে আনা যাবে, বা নেওয়া যাবে প্রযোজনীয় প্রশাসনিক ব্যাবস্থা।