করোনায় মৃতদের দেহ সংরক্ষণের ব্যবস্থা শুরু করল কলকাতা পৌরনিগম ৷ স্বরাষ্ট্রসচিব তথা নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল একথা জানান । করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা পৌরনিগমের রিভিউ মিটিংয়ের পর স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ ও পৌর কমিশনার এই বিষয়ে আলোচনা করেছেন । মৃতদেহ সংরক্ষণের জন্য বড় জায়গার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে একসঙ্গে ২২ থেকে ২৪টি মৃতদেহ সংরক্ষণ করা যাবে । সসম্মানে যাতে মৃতদেহগুলি সৎকার করা যায় সেই ব্যবস্থাও করা হবে । তিনি জানান, করোনায় মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে শববাহী গাড়ির একটি সমস্যা ছিল কলকাতা পৌরনিগমে । সেই সমস্যা দূর করতেও গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে । আগে পাঁচটি শববাহী গাড়ি ছিল, এখন আরও দুটি শববাহী গাড়ির ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে একাধিক বেসরকারি সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মৃতদেহ সংগ্রহ করে সৎকার করবে । অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও সমস্যা ছিল । কলকাতা পৌরনিগম অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়িয়ে দশটি করেছে । কাউন্সিলরদের সঙ্গে কথা বলে অ্যাম্বুলেন্সের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।