জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আগামী রবিবার থেকে সুফল বাংলার স্টলে ২৫ টাকায় আলু পাওয়া যাবে, বিক্রি করবে রাজ্য সরকার। আজ নবান্নে টাস্কফোর্সের বৈঠকে আলুর দর বৃদ্ধি নিয়ে আলোচোনা হয়। বিভিন্ন দিক পর্যালোচনা করে সুফল বাংলার স্টলে আলু বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই বাজারে আলুর দাম ভয়ংকর বৃদ্ধি পেয়েছে। জ্যোতি আলু ৩০ টাকায় আর চন্দ্রমুখী ৩৫ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই এই বৈঠক হয়। আলু ব্যবসায়ীরা বৈঠকে জানিয়েছেন আলুর চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যায় এ রাজ্য থেকে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। এর ফলে রাজ্যে আলুর উৎপাদন বেশি থাকা সত্ত্বেও দাম বাড়ছে। রাজ্য সরকার ব্যবসায়ীদের ৫দিন সময় দিয়েছে। তার মধ্যে বাজারে দাম কমাতে হবে। অনেকে আরো বেশি দাম বাড়ার অপেক্ষায় আলু মজুদ করে রেখেছে কোল্ড স্টোরেজে,এই কারনে রাজ্যসরকার সিদ্ধান্ত নিয়েছে ৪০ বস্তার বেশি আলু মজুদ রাখা যাবেনা।