Posted onAuthorবঙ্গনিউজComments Off on দিঘায় উঠল ৭৮০ কেজির চিলশঙ্কর মাছ
দিঘায় এক মত্স্যজীবীর জালে উঠল বিশাল আকারের চিলশঙ্কর মাছ। মাছটির ওজন প্রায় ৭৮০ কেজি। চিলশঙ্কর মাছ সাধারণত পাওয়া যায় না। স্থানীয় সূত্রে জানা গেছে ওড়িশার এক ট্রলার মালিকের জালে ওঠে এই মাছটি। মাছটিকে দেখতে ভিড় জমে যায় বাজারে।