বিনোদন

‘নোলক’-এর মুকুট সাজলো সেরার পালকে

বাংলাদেশঃ গতবছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল তরুন নির্মাতা সাকিব সনেট-এর প্রযোজিত ও পরিচালিত বিগবাজেট সিনেমা  ‘নোলক’। মুক্তির আগেই মেকিং, গান এবং শিল্পী তালিকার জন্য প্রশংসা কুড়িয়েছিলো। মুক্তির পরে বক্স অফিসেও সফল হিসেবে প্রমানিত হয় ‘নোলক’। ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-এ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে আটটিতেই পুরস্কার জিতে নিয়েছেন ‘নোলক’ টিম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পুরস্কার হিসেবে গন্য করা হয় ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডকে। ২৫ জুলাই অনুষ্ঠিত হয় ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। এই বছর ১৯তম বর্ষে পদার্পন করল ইউরো-সিজেএফবি। প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলেও এবার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রথমবার অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সিজেএফবি। গ্লোবাল টিভির কনফারেন্স সেন্টার থেকে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, এনটিভি, গ্লোবাল টিভি এবং রেডিও আমার-এর অনলাইন থেকে একযোগে পুরস্কারপ্রাপকদের নাম সম্প্রচার করা হয়। জানা গেছে নির্ধারিত সময়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করলেন নির্মাতা সাকিব সনেট। সেরা পরিচালক এবং সেরা সিনেমার পুরস্কার জয় করলেন সাকিব সনেট। এই সিনেমার জন্য সেরা অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে শাকিব খান এবং ইয়ামিন হক ববি পুরস্কার পেলেন। সেরা গায়ক, গায়িকা হিসেবে আসিফ আকবর এবং কনা জয় করেছেন এবারের সেরার পুরস্কার। এছাড়া আহমেদ হূমায়ন সেরা গান ক্যাটাগরিতে এবং ফেরারি ফরহাদ সেরা গল্প ও সংলাপের জন্য পুরস্কার জিতেছেন। সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে নয়টি নমিনেশন এবং আটটিতেই পুরস্কার প্রাপ্তি ‘নোলক’ সিনেমার সাফল্য যেনো নতুন করে সামনে নিয়ে এলো।