কলকাতাঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র সাবান আর আলকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার । বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র পরামর্শ করোনার থেকে বাঁচতে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে । আর যেখানে জল বা সাবান পাওয়া সম্ভব নয়, সেখানে ব্যবহার করতে হবে আলকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার । তাতে অ্যালকোহলের মাত্রাও নির্দিষ্ট করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বলা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজারে থাকতে হবে ৭০% অ্যালকোহল । সেটির ব্যবহারে অনেকটাই নিরাপদে থাকা যাবে । কয়েকমাস ধরেই কলকাতার ফুটপাতে হ্যান্ড স্যানিটাইজারের রমরমা কারবার চলছে । পানের দোকান হোক কিংবা অন্য কোনও দোকান, সর্বত্রই বিক্রি হচ্ছে রং-বেরঙের হ্যান্ড স্যানিটাইজার। এদিকে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার বিক্রির জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন নেই । অর্থাৎ, যে কেউ যে কোনও দোকানে বিক্রি করতে পারবেন করোনা মোকাবিলার এই অস্ত্র। কিন্তু জানেন কি আপনার কেনা হ্যান্ড স্যানিটাইজার অনেক ক্ষেত্রেই নকল? আজ তার প্রমাণ মিলল। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজেয়াপ্ত করল প্রায় ১৪০০ লিটার নকল হ্যান্ড স্যানিটাজার । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২জনকে। সূত্র মারফত খবর পেয়ে গতকাল হেয়ার স্ট্রিট থানা এলাকায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশন । ৪ নম্বর এজরা স্ট্রিটের একটি দোকানে রাখা ছিল ওই স্যানিটাইজ়ার । বিভিন্ন ধরনের কনটেনারে সেগুলি রাখা ছিল । কারা ওই স্যানিটাইজ়ার তৈরি করছে, তার কোনও বিবরণ ছিল না কনটেনারে । তারপরেই গ্রেপ্তার করা হয় ওই দুইজনকে । বাজেয়াপ্ত করা হয় সমস্ত স্যানিটাইজার।