দেশ

সত্‍ করদাতাদের জন্য প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের আগে সত্‍ করদাতাদের সম্মান জানাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছেন। করব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায় কেন্দ্র । অর্থ মন্ত্রকের দাবি, এটি আয়কর ও কর্পোরেট করের ক্ষেত্রে সংস্কারের দিকেই আরও এক কদম। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । বুধবার অর্থ মন্ত্রক জানিয়েছে, আয়কর দফতর গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। কর্পোরেট করের হার ৩০ থেকে ২২ শতাংশে নামানো হয়েছে। নতুন কারখানার ক্ষেত্রে কর কমিয়ে করা হয়েছে ১৫%। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। সত্‍ করদাতাদের সম্মানে নতুন ব্যবস্থা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে শিল্পমহলের পাশাপাশি থাকবেন আয়কর দফতরের শীর্ষ কর্তারাও। যদিও শিল্পমহলের তরফে বারবার উঠেছে আয়কর দফতরের হেনস্থার অভিযোগ।