বিধ্বংসী ঘূর্ণিঝড় হ্যারিকেন লউরা আমেরিকার টেক্সাস এবং লুসিয়ানা প্রদেশে আছড়ে পড়লো। ঘন্টায় ১৫০ মাইল বেগে হাওয়া বইছে এবং সমুদ্রে তীব্র জলোচ্ছাস দেখা যাচ্ছে। জাতীয় হ্যারিকেন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জলের স্রোতের উচ্চতা ২০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলবর্তী এলাকা জুড়ে দুই প্রদেশের আধিকারিকের তরফে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়টি দশকের অন্যতম ভয়ানক ঘূর্ণিঝড় বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। ৪০ মাইল পর্যন্ত বাড়িঘরকে আছড়ে ফেলার ক্ষমতা রাখে এই ঘূর্ণিঝড়। প্রদেশের নিম্মবর্তী এলাকাগুলি ভারী বৃষ্টি এবং জলোচ্ছাসের কারণে জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। টেক্সাস এবং লুসিয়ানা প্রদেশের উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ১৫ লক্ষ বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই কালকাসিউ প্যারিস এলাকায় ঝড় ঘন্টায় ৯৩ মাইল বেগে প্রবেশ করেছে। ট্রেনের মত আওয়াজ বিশিষ্ট এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।