সোমবার রাজ্যের বেশ কয়েকজন পুলিশকর্তাকে বদলি করেছে রাজ্য সরকার। কিন্তু বুধবার ফের একদফা নির্দেশিকা জারি করে সেই রদবদলের দুটি ক্ষেত্রে গতকালের নির্দেশ বাতিল করল রাজ্য সরকার। আজ সরকার যে নির্দেশিকা জারি করেছে, তাতে দেখা যাচ্ছে, হুগলি গ্রামীণের পুলিশ সুপার তথাগত বসুকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদে নিয়োগ করা হয়েছে। গতকাল তথাগত বসুকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন জোনের ডিসি পদে নিয়োগ করা হয়েছিল। সেই পদে নিয়ে যাওয়া হল চন্দননগর কমিশনারেটের ডিসি বিশপ সরকারকে। পাশাপাশি, দার্জিলিং-এর পুলিশ সুপার অমরনাথকে স্পেশ্যাল টাস্ক ফোর্সের এসপি পদে নিয়োগ করা হয়েছিল। সেই নির্দেশ বদল করে তাঁকে উত্তরবঙ্গের স্পেশ্যাল টাস্ক ফোর্সের এসপি পদে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি, গতকাল এসডিপিও আরামবাগ নির্মল কুমার দাসকে মালদায় বদলি করা হয়েছিল। আজ সেই নির্দেশ বাতিল করে তাঁকে এসডিপিও মেখলিগঞ্জ পদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হল। পাশাপাশি, এদিন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান তাঁর দায়িত্ব ছেড়ে কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশন, অর্থাত্ সাউথ সুবার্বাণ ডিভিশনের দায়িত্ব নেওয়ার দিকে এগোলেন। এদিন তিনি বারুইপুরের পুলিশ সুপার পদে গত ২০ মাস সকলের কাছ থেকে যে সহায়তা পেয়েছেন, তা জানিয়ে সকলকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, নতুন পুলিশ সুপারকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।