দেশ

হতাশ বেকারদের কাছে মোদির জন্মদিন হল ‘জাতীয় বেকারি দিবস’, কটাক্ষ সিদ্দারামাইয়ার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের কর্মচ্যুতি, বেকারির প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৭ সেপ্টেম্বর দিনটিকে ‘জাতীয় বেকারি দিবস’ তকমা দিয়েছেন। গত ৬ মাস ধরে দেশের প্রায় ১৪ কোটি লোক কাজ হারিয়েছেন বলে দাবি করে সিদ্দারামাইয়ার ট্যুইট, ২ কোটির বেশি বেতনভিত্তিক কাজ, মোটের ওপর ১২ কোটি কাজ গত ৬ মাসে চলে গিয়েছে। নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তের জন্যই দেশে বেকারির হার গত ৪৫ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ‘জাতীয় বেকারি দিবস’ হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ওনার সাফল্যকে মর্যাদা দিতেই হতাশ, মন ভেঙে পড়া বেকার যুবকরা আজকের দিনটি ‘জাতীয় বেকারি দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। ছবি- টুইট থেকে সংগৃহীত