বিদেশ

হাথরাস, বলরামপুর ধর্ষণ কান্ড নিয়ে মোদি সরকারকে ভর্ত্‍সনা রাষ্ট্রসংঘের

হাথরাস, বলরামপুর থেকে গুরুগ্রামে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। শুধুমাত্র গত এক সপ্তাহে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। লাগাতার ধর্ষণের ঘটনায় আন্তর্জাতিক মঞ্চেও ভর্ত্‍সনার মুখে পড়ল ভারত। খোদ রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর হাথরাস, বলরামপুর সহ অন্যান্য ঘটনার উদাহরণ টেনেছেন। ভারতের মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ”হাথরাস এবং বলরামপুরের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল ভারতে মহিলারা এখনও পিছিয়ে। লিঙ্গবৈষম্য এখনও বেঁচে আছে ভারতে। আর এতে শিকার হচ্ছেন মহিলারা।” স্পষ্টতই, দেশের মেয়েদের উপর লাগাতার নৃশংস আচরণ জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে। রাষ্ট্রসংঘের আধিকারিকের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এরপরই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত।  প্রতীকী ছবি।