মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশে ধর জেলার ইন্দোর-আমেদাবাদ হাইওয়ের উপরে ভয়াবহ পথ দুর্ঘটনার ফলে প্রাণ হারাল দুই শিশু-সহ কমপক্ষে ৬ জন। জখম হয়েছেন আরও ২০ জন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জখমদের হাসপাতালে ভরতি করেছে পুলিশ। মৃতরা সবাই কৃষি কাজে নিযুক্ত শ্রমিক বলে খবর।