কলকাতা

করোনায় প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়

রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায় প্রয়াত। আজ সকালে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়েছে। প্রায় ৭৫ বছর বয়স হয়েছিল। রাজ্যে সাক্ষরতা প্রসারে প্রথম সারিতে থাকা ব্যক্তিত্বের প্রয়াণে শোকগ্রস্ত শিক্ষামহল। দিন দশেক আগে কোভিডে আক্রান্ত হন সমুদ্রবিজ্ঞানী তথা বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়। করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর চিকিৎসকের পরামর্শে ভরতি হন নার্সিংহোমে। সবরকম চেষ্টার পরও করোনার কবল থেকে সত্তরোর্ধ্ব শিক্ষাবিদকে রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। স্ত্রী প্রয়াত হওয়ার পর থেকে আনন্দ বাবু দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। এদিকে একমাত্র কন্যা আমেরিকায় থাকেন। ফলে নিকটজন বলতে কলকাতায় তেমন কেউ ছিল না। যদিও তাঁর মৃত্যুর খবর ফোন মারফৎ আমেরিকায় থাকা মেয়েকে জানানো হয়েছে।