তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ লন্ডনের ধাঁচে এবার হুডখোলা বাস চালু হল কলকাতায়। আজ নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিতি ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কলকাতার বিভিন্ন বিশিষ্ট জায়গায়, হেরিটেজ সাইটে এই বাস যাবে। কলকাতার ভ্রমণ সূচিতে থাকছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জন্স চার্চ, জিপিও, ডালহৌসি, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেন্স, লালদিঘি, প্রিন্সেপ ঘাট, বাবুঘাটের মতো জায়গাগুলি। প্রায় দেড় দশক বছর পরে ফের কলকাতার রাস্তায় দোতলা বাস দেখা যাবে এবার। তবে জনপরিবহণের জন্য নয়, দোতলা বাস ফিরছে পর্যটনের আকর্ষণ হিসেবে। এবং সম্পূর্ণ অন্য চেহারায়। এদিন দোতলা বাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন দুটো করে বাস চলবে আপাতত। সকাল ১০.৩০ ও সকাল ১১.৩০টায় বাস ছাড়বে, শেষ হবে দুপুর আড়াইটের সময়।’ সপ্তমী থেকে ডবল ডেকার বাসের অনলাইন বুকিং শুরু হবে।সেইসঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, ‘সম্পতি থেকেই এই বাসের জন্যে অনলাইনে বুকিং করা যাবে। এই বাসের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে।’ তাঁর সংযোজন, ‘আমরা চাই কেন্দ্রীয় সরকার কলকাতা-লন্ডন উড়ান আরও বাড়াক ও তা বজায় থাকুক। মুখ্যসচিব আবার এ বিষয়ে কেন্দ্রকে চিঠি দেবেন।’ পুজোর আগে দোতলা বাস ঘিরে নানা আবেগ উস্কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অচেনা স্থানগুলিকে জনমুখী করে তোলার উদ্দেশে ডাবল ডেকার বাস পরিষেবা শুরু হল। কলকাতা লন্ডন না হলেও, লন্ডন সিটি ট্যুরের আদলে শহর ঘোরার জন্যই আনা হল এই হুড খোলা দোতলা বাস।
একনজরে দেখে নিন কী কী থাকছে এই বাসে –
এই বাসে থাকছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। পুরোনো দোতলা বাসে দু’টি দরজা থাকত- একটি নীচের আর একটি উপরে ওঠার। কিন্তু নতুন এই দোতলা বাসে একটিই দরজা থাকছে। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। বাসের মোট আসন ৫১টি, আর তার মধ্যে দোতলায় থাকছে ১৭টি আসন। ভারত স্টেজ ফোর গোত্রের এই নতুন বাস নির্মাণ করেছে জামশেদপুরের সংস্থা বেবকো। বাসের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। ৯০ লক্ষ টাকা দিয়ে দুটি বাস কিনেছে রাজ্য সরকার।