ব্যোমকেশ, একেন বাবু, গোয়েন্দা গোগোল-এর পর এবার ‘দময়ন্তী’র পালা। এর আগে পর্দায় মহিলা গোয়েন্দা মিতিন মাসি, রাঙা পিসিকে দেখা গিয়েছে। তবে গোয়েন্দা গল্পপ্রেমীরা আরও মহিলা গোয়েন্দা দেখতে চান। পুরুষ গোয়েন্দারা পর্দায় অনেকটাই ঠাঁই পান। মহিলা গোয়েন্দারা কোথাও যেন একটু কম সুযোগ পেয়েছেন নিজেদের তুলে ধরতে। এবার সেই অবশিষ্ট অংশকে পূরণ করতেই পর্দায় আসতে চলেছে মহিলা ডিটেকটিভ ফ্রাঞ্চাইজি দময়ন্তী। হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে গোয়েন্দা-অপরাধ ও থ্রিলারের সংমিশ্রণে প্রথমবার মহিলা গোয়েন্দার সিরিজ মুক্তির অপেক্ষায়। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন ও রোহন ঘোষ। এবারের দুর্গাপুজোয় হইচইতে মুক্তি পাবে ‘দময়ন্তী’। মনোজ সেনের বিখ্যাত লেখা ‘রহস্য সন্ধানী দময়ন্তী’র উপর তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ। এই সিরিজের প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। রহস্যের সন্ধান করতে এবার মহিলা গোয়েন্দাগিরির স্বাদ পাবেন দর্শক। ইতিহাসের সুন্দরী ও বুদ্ধদীপ্ত শিক্ষিকা দময়ন্তী দত্তগুপ্তই যে এমন গোলকধাঁধাঁ নিমেষে সমাধান করতে পারেন মগজাস্ত্রের জোরে, সেই কাহিনিই ফুটে উঠবে এই আসন্ন সিরিজে। দময়ন্তীর ভূমিকায় অভিনয় করছেন তুহিনা দাস। এর আগে ‘ঘরে বাইরে’ ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তুহিনা। এবার তাঁকে একেবারে ছকভাঙা চরিত্রে দেখা যাবে। কিছু রহস্য উন্মোচনের কাজে দময়ন্তীকে সাহায্য করতে এগিয়ে আসে তাঁর স্বামী সমরেশ। ইন্দ্রাশিস রায় সমরেশ-এর ভূমিকায় অভিনয় করছেন। সাহায্যের হাত বাড়ান পুলিশ বন্ধু শিবেন সেনও, অভিনয়ে সৌম বন্দ্যোপাধ্যায়। দময়ন্তীর শ্যুটিং শেষ। এই সিরিজে চান্দ্রেয়ী ঘোষ একটা মজার চরিত্রে রয়েছেন। গৌতম পুরকায়স্থ, অমৃতা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই রয়েছেন প্রথম সিজনে। দময়ন্তীর চরিত্রের নানা শেড দেখানো হয়েছে। তাঁর শক্তি ও সৌন্দর্যের মিশেলে এক ঝলক দময়ন্তী ফুটে উঠছেন পর্দায়। দময়ন্তীর সিরিজের টাইটেল গান মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শরমিন সুলতানা সুমি। এই গানটির কম্পোজ ও পরিচালনার দায়িত্ব পালন করেছে বাংলাদেশের ব্যান্ত চিরকুট-ই।