বিদেশ

ফ্রান্সের গির্জায় ছুরি নিয়ে হামলা, মৃত ৩

আজ ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় এদিন ছুরি নিয়ে ঢুকে এক মহিলার গলা কেটে ফেলে আততায়ী। তারপর আরও দুজনকে ওই ছুরি চালিয়েই খুন করে এবং বেশ কয়েকজনকে জখম করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আততায়ীকে আটক করেছে। নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি টুইটার পোস্টে এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার আখ্যা দিয়ে লিখেছেন, নোতর দাম বা তার পাশে কোনও গির্জায় হামলা হয়েছে। এখনও জায়গা সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। তদন্তে নেমেছে ফরাসি সন্ত্রাস দমন আইনজীবী দপ্তর। পুরো এলাকা ঘটনার পরই ঘিরে ফেলেছে পুলিশ।‌ মেয়র এস্ট্রোসি বলেন, হামলার সময় আততায়ী ‘‌আল্লা হু আকবর’‌ নামে চিৎকার করেছিল। আটক হওয়ার আগে পুলিশের গুলিতে জখম হয়েছে আততায়ী। মৃত অন্য দুজনের মধ্যে একজন ওই গির্জার ওয়ার্ডেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদের কারও পরিচয় এখনও জানা যায়নি। আততায়ীও পরিচয় এবং সে কেন এই হামলা করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ‌