রাজ্যপাল জগদীপ ধনকড় আজ দিল্লিতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন। যে ভাষায় তিনি তৃণমূল সরকারকে নিশানা করেছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তৃণমূলে। বিষয়টি নিয়ে পাল্টা রাজ্যপালকে তোপ দেখেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন,’ যে কথাগুলি বিজেপির রাজ্য সভাপতির কাছ থেকে শুনতে আমরা অভ্যস্ত তা শোনা যাচ্ছে রাজ্যপালের মুখ থেকে। রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মত আচরণ করছেন। রাজ্যপাল পদের একটা গরিমা আছে। সেই পদকে অসম্মান করছেন তিনি’। পার্থ চট্টোপাধ্যায় এও বলেন,’ দিল্লি থেকে উত্তর প্রদেশ বেশি দূরে নয়। ওখানে হাথরসে চরম নারকীয় নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। দলিত সম্প্রদায়ের ওপর অত্যাচার চলছে। সেগুলো নিয়ে তো তিনি সরব হচ্ছেন না কেন? বাংলায় শান্তির পরিস্থিতি রয়েছে। তা সত্ত্বেও তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মন্তব্য করে করছেন। কার্যত তিনি বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন’ ।