ফের সূচি বদল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই আসবেন রাজ্য সফরে। প্রথমে ঠিক ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসবেন। শুক্রবার অবশ্য বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিলেন জেপি নাড্ডা নয়, রাজ্যে আসছেন অমিত শাহ। ফলে বাতিল হল বিজেপির সর্বভারতীয় সভাপতির সফর। আগামী ৫ ও ৬ নভেম্বর দুদিন রাজ্যে থাকবেন অমিত শাহ। তাঁর সফরসূচি পূর্ণাঙ্গ করতে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। পুজোর আগে উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বৈঠক করেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সেখানে বিধানসভার কো-অর্ডিনেটর দের রাত্রিবাস, পান্না প্রমুখ সহ একাধিক হোমওয়ার্ক দেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কথা বলেন তিনি। নির্বাচনের নিরিখে উত্তরবঙ্গ বিজেপির জন্য সেফ জোন দাবী করার পর এবার দক্ষিণবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনিতেই উত্তরবঙ্গের তুলনায় দক্ষিনবঙ্গের আসন সংখ্যা অনেক বেশী। বেশ কয়েকটি বিধানসভায় বিজেপির সংগঠন বেশ নড়বড়ে। ২১ এর নির্বাচনে বাংলা দখল করতে হলে দক্ষিণবঙ্গের আসনের ওপর গুরুত্ব দেওয়া বেশী জরুরী বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই দক্ষিণবঙ্গের ছক কষতেই স্বয়ং হাজির হচ্ছেন অমিত শাহ।