জেলা

অমিত শাহের বঙ্গ সফরের পরেই বড় সিদ্ধান্ত, জঙ্গলমহল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ক্ষুব্ধ রাজ্য সরকার

ফের কেন্দ্রের একটি সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষ বাড়ছে তৃণমূল সরকারের অন্দরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর শেষ করে ফিরে গিয়েছেন দিল্লিতে। ঠিক তার মধ্যেই জঙ্গলমহল থেকে সিআরপিএফ এর দুটি ব্যাটেলিয়নকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। কিছুদিন আগেই জঙ্গলমহলের বেলপাহাড়ি অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় মাওবাদী পোস্টার দেখতে পাওয়া যায়। বেলপাহাড়ি ছাড়াও আরো কয়েকটি জায়গায় মাওবাদীদের সমর্থনে পোস্টারের হদিশ মিলেছে।তার জেরে নতুন করে জঙ্গলমহলে মাও আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। আর ঠিক সেই সময়ই জঙ্গলমহল থেকে দুই কোম্পানি সিআরপিএফ ব্যাটেলিয়ন সরানোর সিদ্ধান্ত কেন্দ্র নেওয়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার। এই দুই জেলায় বর্তমানে মোট যে ১৪ কোম্পানি সিআরপিএফ বাহিনী রয়েছে চলতি মাসেই তাদের তুলে নিয়ে ছত্রিশগড়ে পাঠানো হবে বলে কেন্দ্রের তরফে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।