উৎসবের মরশুমে অর্থনীতির চাকা আরও সচল করতে নতুন আর্থিক প্যাকেজ নিয়ে এল কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তা ঘোষণা করেন। আত্মনির্ভর ভারতের তৃতীয় দফা হিসেবে কর্মসসংস্থান তৈরি ও সংগঠিত ক্ষেত্রে রোজগার সুনিশ্চিত করতে ‘আত্মনির্ভর রোজগার যোজনা’-র ঘোষণা করেছেন নির্মলা। কর্মী পিএফের আওতাভুক্ত নয় এবং ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাকরি হারানো ব্যক্তিদের যদি ইপিএফওতে নথিভুক্ত থাকা সংস্থা ১ অক্টোবর থেকে নিয়োগ করে তবে সংশ্লিষ্ট কর্মীর পিএফের ভার বহন করবে কেন্দ্র। তবে বেতন হতে হবে ১৫ হাজার টাকার কম। ২০২১ সালের জুন পর্যন্ত চালু থাকবে এই প্রকল্প। পাশাপাশি এদিন আত্মনির্ভর ভারতের আওতায় ঘোষিত ক্রেডিট লাইনের সময়সীমা বাড়িয়ে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত করা হয়েছে।