২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণার দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি জানিয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছেন। এর আগেও এমন দাবি তুলেছেন তিনি। এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় সরকার এবিষয়ে সদর্থক পদক্ষেপ নেয়নি। সেই বিষয়টি উল্লেখ করে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে রয়েছেন। গোটা দেশবাসীর কাছে তিনি প্রণম্য ব্যক্তি। ২০২২ সালে তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হবে। তার আগে আমরা আরও একবার তাঁর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।” এর আগে ২০১৮ সালে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে চিঠি লিখেছিলেন তিনি। লিখেছিলেন, “ স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় এবং আন্তর্জাতিক আইকন। তাঁদের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণা করা হোক।”নেতাজির জন্মদিনে আগেই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে কি না সেটাই এখন দেখার।