জেলা

আমি এখনও রাজ্য মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী আমায় তাড়াননি, আমিও চলে যাইনি:‌ শুভেন্দু

শুভেন্দু অধিকারী শুধু একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্যই নন, রাজ্য মন্ত্রিসভারও সদস্য। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে সমবায় সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সমবায় সভার মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী বলেন,‘‌আমি এখনও একটি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য। আমি এখনও রাজ্য মন্ত্রিসভার সক্রিয় সদস্য। আমি যা করেছি তা পেশা নয়, নেশার জন্য। মুখ্যমন্ত্রী এখনও আমায় তাড়িয়ে দেননি। আমিও ছেড়ে যাইনি। নীতি–আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই। আমি বসন্তের কোকিল নই। একদিনের লোক নই। মতান্তর থেকে বিভেদ হয়, বিভেদ থেকে বিচ্ছেদও হয়। কিন্তু যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়াননি ততক্ষণ এসব বলা উচিত নয়।’ সম্প্রতি বিভিন্ন সভায় শুভেন্দু অধিকারীর করা মন্তব্য নিয়ে জোর চর্চা চলছিল সংবাদমাধ্যমে। তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে বলে গুঞ্জন উঠেছিল। গেরুয়া পাগড়ি পরা শুভেন্দুর পোস্টার দেখে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাঁর বিজেপিতে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা কিনা। এদিন সংবাদমাধ্যমকে সেব্যাপারে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, ‘আজকে অনেক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এখানে এসেছেন। তাঁরা যে হাইপ তুলেছিলেন, তার দায়িত্ব আপনাদেরই। শুভেন্দু অধিকারী স্থান, কাল, পাত্র, ব্যানার জানে।’‌ তাঁর দলবদলের যে গুঞ্জন ছড়িয়েছিল তাতে এদিন একরকম জল ঢেলে দিয়ে শুভেন্দু এরপর সাফ জানিয়ে দেন, ‘‌সমবায়িকার মঞ্চ থেকে রাজনৈতিক দল পরিবর্তন করা যায় না। আমি ঘরে নয়, ময়দানে থাকি। করোনা থেকে ঘূর্ণিঝড়, সবসময় মানুষের সঙ্গে থেকেছি। আমি যে সব পদে আছি, তার সবকটি নির্বাচিত, মনোনীত নয়।’‌