দেশ

মানচিত্র বিতর্কের আবহের মধ্যেই নেপাল সফরে ভারতের বিদেশসচিব

মানচিত্র বিতর্কের আবহে এই প্রথমবার নেপাল যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ নেপাল সফর শ্রীংলার। বিদেশ সচিব হওয়ার পর এই প্রথমবার নেপাল সফর শ্রীংলার। উল্লেখ্য়, মানচিত্র বিতর্ক ঘিরে দু’দেশের সম্পর্ক ধাক্কা খেয়েছে। এরপর গত ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। যার জেরে দু’দেশের সম্পর্ক অনেকটাই থিতু হয় বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের কথা হবে। ভারত-নেপাল সম্পর্ক নিয়ে আলোচনা হবে।