শুভেন্দু অধিকারীর সঙ্গে কি সব সমস্যা মিটে গেল তৃণমূল শীর্ষ নেতৃত্বের। যদিও ঘাসফুল নেতৃত্বের দাবি সব মিটে গিয়েছে। তবে শুভেন্দু কিংবা অভিষেকের পক্ষ থেকে এখনও কিছু মন্তব্য করা হয়নি। ফলে একটা কিন্তু থেকেই যাচ্ছে। শুভেন্দু ঘনিষ্ঠের মতে, ৫ কিংবা ৬ তারিখের মধ্যেই সব স্পষ্ট হয়ে যাবে। তবে বুধবার থেকে তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে ইউনাইটেড তৃণমূল ব্যাজ ফেসবুকে তৈরি করা হয়েছে। পাশাপাশি, সরকারি না হলেও বিভিন্ন ফ্যান গ্রুপ থেকে আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় শুভেন্দুর উপস্থিতি নিয়ে পোস্টার তৈরি করে ছাড়া হচ্ছে। তবে উল্লেখযোগ্যভাবে, শুভেন্দু অনুগামীদের পক্ষ থেকে এখনও সেরকম কিছু করা হয়নি। যা করা হচ্ছে, সবটাই তৃণমূল দলের পক্ষ থেকে। এর থেকেই স্পষ্ট শুভেন্দুকে দলে রাখার দায় বেশি তৃণমূলের। সেই কারণেই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর গিয়ে গতকাল দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তৃণমূলের মধ্যেই যে অংশ শুভেন্দুর ঘনিষ্ঠ, তাঁদের দাবি, দাদা শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। তবে কী হবে, সেটা দাদাই স্থির করবেন।