নৌসেনার ওই ট্রেনার মিগ-২৯কে প্রশিক্ষণরত এয়ারক্রাফ্টটি আরব সাগরে ভেঙে পড়ে ২৬ নভেম্বর। এরপরই নিখোঁজ হয়ে যান পাইলট কমান্ডার নিশান্ত সিং। অবশেষে ১১ দিন পর উদ্ধার হল তাঁর মৃতদেহ। গোয়ার পশ্চিম উপকূল থেকে ৩০ মাইল ভিতরে এবং সমুদ্রের ৭০ মিটার গভীরে উদ্ধার হয়েছে নিশান্তের মৃতদেহ। সোমবার নৌবাহিনীর তল্লাশির সময়ই উদ্ধার হয় এই মৃতদেহ। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।