নয় মাসে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার রেলকর্মী! মারা গিয়েছেন প্রায় ৭০০ জন। মৃতদের অধিকাংশই ফ্রন্টলাইন কর্মী। ট্রেন চলাচলের সময় তাঁরা আমজনতার সরাসরি সংস্পর্শে এসেছিলেন। এক সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। মহামারীর সময় রেল পরিষেবা দিতে গিয়ে এই বিপুল সংখ্যক কর্মীর বলিদানের পরিসংখ্যান সামনে এল।
গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলেন রেল বোর্ডের চেয়ারম্যান রেল কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়ে জানান, ‘প্রায় ৩০ হাজার রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় অনেকেই সুস্থ হয়েছেন। আবার দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ মারাও গেছেন।’ রেল যে প্রত্যেক কর্মীদের বিষয়ে সচেতন এবং সেজন্য প্রতিটি অঞ্চলে কোভিড সেন্টার খোলা হয়েছে তাও জানিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘প্রথমে আমরা করোনার চিকিৎসার জন্য ৫০ টি হাসপাতালের ব্যবস্থা করেছিলাম। এখন তা বাড়িয়ে ৭৪ করা হয়েছে।’ তবে চেয়ারম্যান মৃতের সংখ্যা নিয়ে কিছু বলেননি। গতকাল এক সূত্র থেকে জানা গিয়েছে, সংখ্যাটা প্রায় সাতশো!