দেশ

৬ জনের দেহে মিলল করোনার নতুন স্ট্রেন

৬ ভারতীয়ের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন স্ট্রেন। সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছেন ওই ৬ জন। তাঁদের মধ্যে তিন জন বেঙ্গালুরু, ২ জন হায়দরাবাদ ও ১ জন পুনেতে রয়েছেন, যাঁদের শরীরে মিলেছে নয়া স্ট্রেন। করোনা আতঙ্কের মাঝে নতুন স্ট্রেনের সন্ধানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। নতুন এই স্ট্রেন নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। সংক্রমণ আটকাতে নতুন করে লকডাউনও ঘোষিত হয়েছে কোথাও কোথাও। ভারতও ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করেছে। কিন্তু শেষরক্ষা হল না। যাঁদের শরীরে মিলেছে করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন, তাঁদের কন্টাক্ট ট্রেসিং শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ফিরেছেন ৩৩ হাজার যাত্রী। যাঁদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। টেস্টে পাঠাবার পর রিপোর্টে জানা যায় এঁদের মধ্যে থেকে ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন।