আজ থেকে খুললো কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। মঙ্গলবার থেকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। মন্দিরের গেটে গর্ভগৃহে প্রবেশের নোটিস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সকাল ছ’টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। ২ নম্বর গেট দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হবে। বের হতে হবে ৪ নম্বর গেট দিয়ে। ৩ নম্বর গেট দিয়ে সেবায়েতরা প্রবেশ করতে পারবেন। ৫ নম্বর গেট দিয়ে যাওয়া যাবে জোড়-বাংলো। তবে গর্ভগৃহে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। মানতে হবে স্বাস্থ্যবিধি। ২ নম্বর গেটে স্যানিটাইজেশন ট্যানেল বসানো হয়েছে। তার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে ভক্তদের। লকডাউন পর্ব কাটিয়ে ১০০ দিন পার করে খোলে কালীঘাট মন্দির। ১ জুলাই থেকে মন্দিরে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা। তবে এতদিন যাওয়া যাচ্ছিল না গর্ভগৃহে। এবার সেই অনুমতি পাওয়া গিয়েছে বলে মন্দির কমিটি থেকে জানা গিয়েছে।
