কলকাতা জেলা

রাজ্যজুড়ে টিকাকরণ প্রক্রিয়া শুরু

সারা দেশের সঙ্গেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে সকাল ১১টা থেকে শুরু হল বহুপ্রতিক্ষিত করোনা ভ্যাকসিনের টিকাকরণ প্রক্রিয়া। শনিবার সারা রাজ্যে ২০৮ টি কেন্দ্রে এই করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হল। এর মধ্যে কলকাতার ৭টি সরকারি মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি হাসপাতালে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও, কলকাতা পুরসভার ৫টি বরোতে সকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। সারা শহরের জন্য ৯৩, ৫০০ ডোজ ভ্যাকসিন ও রাজ্যের জন্য প্রায় ৬ লক্ষ ভ্যাকসিন এই পর্যায়ে এসেছে। ইতিমধ্যেই পিজি হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে শুরু করে বরো অফিসে কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম সকলেই ঘুরে পরিস্থিতি দেখছেন। ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এই টিকা নিয়েছেন রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি।