কলকাতা

নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২৫টি ঝুপড়ি

নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ২৫টি ঝুপড়ি। খবর পেয়ে অকুস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এলাকাবাসীদের দাবি খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আসে দমকল। ফলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। আজ, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে ছাগলপট্টি বস্তিতে। প্রথম ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তারপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকার পাশাপাশি দাহ্য বস্তুর পরিমাণ বেশি থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। নিমেষের মধ্যে ছাই হয়ে যায় একাধিক ঝুপড়ি। এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও একটি। খালের দুধার থেকেই আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকল কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, সেখানে প্রায় ২৫টি পরিবার বসবাস করতেন। এদিনের অগ্নিকাণ্ডের জেরে অধিকাংশ ঝুপড়িই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, জ্বলন্ত সিগারেট বা বিড়ির অংশ থেকেই আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। স্থানীয়দের দাবি, গত বছরেও এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, কয়েকদিন আগেই আগুন লেগেছিল বাগবাজারের একটি বস্তিতে। ভস্মীভূত হয়ে গিয়েছিল বেশ কয়েকটি ঝুপড়ি। তার আগে বাইপাস সংলগ্ন একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০টি ঝুপড়ি পুড়ে গিয়েছিল। শহরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণদের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।