রানাঘাটের প্রাক্তন পুরপ্রধান তথা দলের জেলা কমিটির সহ সভাপতি(রানাঘাট) পার্থসারথী চ্যাটার্জীকে পদ থেকেই সরিয়ে দেওয়া হল দল বিরোধি কাজের অভিযোগে। গত লোকসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় তৃণমূলের দুটি পৃথক পৃথক জেলা সংগঠন গড়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী। এরপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দল জয়ের মুখ দেখলেও রানাঘাটে দলকে পরাস্ত হতে হয়। এই সময়েই অনেকে অভিযোগ তোলেন দলের বিরুদ্ধে বেশ কিছু কার্যকলাপ করেছেন পার্থসারথি। এরপরে সময়ের জল যত গড়িয়েছে, ততই পার্থসারথির বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ বেশি বেশি করে জমা পড়তে শুরু করে দলের নেতৃত্বের কাছে। মনে করা হচ্ছে সেই সব অভিযোগের জেরেই এদিন দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থসারথিকে। যদিও এদিন সেই পদক্ষেপ নেওয়া হয়েছে নদিয়া জেলা তৃণমূল নেতৃত্বের তরফে, রাজ্য তৃণমূলের তরফে নয়।