রাতের শহরে ফের অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গেল ১৫০টিরও বেশি দোকান। গতকাল রাত ২.৩০মিনিট নাগাদ ঘটনাটি ঘটে দমদম ক্যান্টনমেন্টে স্টেশন সংলগ্ন অস্থায়ী বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৯টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আজ, শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে ঠিক কীভাবে আগুন লেগেছিল তা এখনও পরিষ্কার নয়। তবে রান্নার সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।


