শুক্রবার সিঙ্ঘুতে কৃষকদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ চলাকালীন তরোয়াল নিয়ে পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। ঘটনার পরেই ওই ব্যক্তি সহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান । দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্ত গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল স্থানীয়দের অতর্কিত আক্রমণে । তলোয়ার, লাঠি, পাথর নিয়ে হঠাত্ই আন্দোলনরত কৃষকদের উপর চড়াও হয়েছিল এলাকার মানুষজন । শুক্রবার সিঙ্ঘু সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যখন কৃষকরা নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ ছিলেন, তখন পুলিশও কড়া পদক্ষেপ নেয়। দিল্লি–উত্তরপ্রদেশ সীমান্তের গাজিপুরে কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। এই নির্দেশের প্রতিবাদে দিল্লি–মেরঠ এক্সপ্রেসওয়েতে ধর্না শুরু করেন কৃষকরা। তাই নিয়েই পরিস্থিতি হয়ে উত্তপ্ত। দিল্লি পুলিশের দাবি, যে ব্যক্তিকে তরোয়াল নিয়ে দেখা গিয়েছিল, তিনি একজন আন্দোলনরত কৃষক। গতকাল সংঘর্ষের সময় একদল লোক সেখানে পৌঁছে কৃষকদের তাঁবু এবং ওয়াশিং মেশিন ভেঙে দেয়। তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই দলের উপরই তরোয়াল নিয়ে চড়াও হয়েছিলেন ওই ব্যক্তি। পুলিশের আরও দাবি, গতকাল কৃষকদের সঙ্গে যে দলের সংঘর্ষ হয়েছে, তারা নিজেদের স্থানীয় বলেই জানিয়েছে। পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষের সংঘর্ষ হয়। দু’পক্ষই পরস্পরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। সংঘর্ষে দু’পক্ষের অনেকেই আহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও। ঘটনার পরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরই সংঘর্ষের ঘটনায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।


