সাত পাকে বাঁধা পরলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। নীলাঞ্জন ঘোষের সঙ্গে আইনি বিয়ে সেরে নিলেন সঙ্গীত শিল্পী। উপস্থিত ছিলেন দু’জনের পরিবারের সদস্যরা। এবং অবশ্যই খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু। সোশ্যাল হ্যান্ডেলে স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানান গায়িকা। ছবির ক্যাপশনে ইমন লিখেছেন, ‘জাস্ট ম্যারেড’। এই খবর সামনে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করে নব-দম্পতিকে। ছবিতে ইমনকে কমলা রঙের শাড়িতে দেখা যায়। পাশাপশি বর বেশে নীলাঞ্জনও পাঞ্জাবী পরেছেন। দুজনের গলাতেই রয়েছে মালা। বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার বদলে নীলাঞ্জনের সঙ্গে নিজের একটি ছবি দেন ইমন। সেখানে ক্যাপশনে তিনি নিজেকে ‘মিসেস নীলাঞ্জন’ বলে পরিচয় দিয়েছেন। ২০২০ সালের অক্টোবরে তৃতীয়ার বাগদান সেরেছিলেন। সেদিন আংটি বদলের পর কেক কেটে হয়েছিল সেলিব্রেশন। আগামী ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের আনুষ্ঠানিক বিয়ের আসর বসবে। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে সেদিন। পাশাপাশি দু’জনের তরফে নিমন্ত্রিতরা সেখানে উপস্থিত থাকবেন। বিয়ের দিন সকাল-সন্ধ্যা, দু’বেলাই সাবেকি সাজে তাক লাগাবেন নবদম্পতি। গায়ে হলুদে ইমন পরবেন সাদা কেরল কটন। সঙ্গে থাকবে মানানসই ব্লাউজ। কনের সঙ্গে পাল্লা দিয়ে বর পরবেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। বাঙালি বিয়ে বলে কথা, তাই বিয়েতে ডিজাইনার লাল বেনারসী পরবেন ইমন। বউকে টক্কর দিতে নীলাঞ্জন পরবেন লাল-সাদা কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি। তাঁদের বিয়ে এবং পরবর্তী অনুষ্ঠানের এই পোশাক নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয়েছে বন্ধু ডিজাইনার অভিষেক রায়ের ওপর।