আন্দোলন চলবেই। যতদিন না দাবি মানছে সরকার, ততদিন মাটি কামড়ে পড়েই থাকবেন তাঁরা। এমনকি চাপ দিলেও আর তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বিতর্কিত কৃষি আইন নিয়ে সরকারকে সিদ্ধান্তে পৌঁছনোর সময়ও বেঁধে দিলেন তাঁরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দিলেন, আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর মধ্যেই কৃষি আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে কেন্দ্রকে। আজ শনিবার, সারা দেশ জুড়ে তিন ঘণ্টার চাক্কাজ্যাম পালন করেন কৃষকরা। আশঙ্কা ছিল, এদিনও প্রজাতন্ত্র দিবসের মতো কোনও বিশৃঙ্খলা না হয়। পুলিশ-প্রশাসনের বেড়াজালও ছিল অনেক কঠোর। যদিও শান্তিপূর্ণ ভাবেই সারা হয় সব। এর পরেই সংবাদমাধ্যমের কাছে রাকেশ টিকায়েত বিবৃতি দেন, ”দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরব না আমরা। আইন প্রত্যাহার করতে ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছি কেন্দ্রীয় সরকারকে। তার পর পরবর্তী পরিকল্পনা করব। চাপ সৃষ্টি করে সরকারের সঙ্গে আলোচনায় বসানো যাবে না আমাদের।”