জেলা

পর পর ইভিএম বিকল, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

সন্দেশখালি থেকে ভাঙড়, জয়নগর থেকে দমদম, বারাসতেও বুথের পর বুথে ভোট যন্ত্র বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এমনকী তা বদলে ভোট চালু করতেও বেশ কিছু জায়গায় কয়েক ঘণ্টা সময় লেগেছে বলে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ। এতে সবচেয়ে বেশি নাজেহাল হতে হচ্ছে সাধারণ ভোটারদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলি। তাঁদের বক্তব্য, মেশিন বিকল হতেই পারে। কিন্তু তা বদলাতে কমিশনের এত সময় লাগার কথা নয়। সোনারপুরের একটি বুথে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট চালু করা যায়নি। ফলে বহু ভোটার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
যদিও নির্বাচন কমিশনের দাবি, কিছু ভোটযন্ত্র বিকল হওয়ার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়াও হয়েছে। নির্বিঘ্নেই চলছে ভোট।