কলকাতা

আগামী ২২ ফেব্রুয়ারি ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক

ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দেওয়া হল। এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি কো-অর্ডিনেশন কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে। ওইদিন তাঁদের সঙ্গে অ্যাপ ক্যাব চালকদের একাংশও এই কর্মসূচিতে শামিল হবেন। সংগঠনের তরফে নওলকিশোর শ্রীবাস্তব বলেন, পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ট্যাক্সিতে প্রথম দু’কিলোমিটারের ভাড়া ৩০ থেকে বাড়িয়ে ৫০ টাকা করতে হবে। বাম শ্রমিক সংগঠনের এই নেতার দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবি রাজ্য সরকারের কাছে পেশ করে আসছেন। কিন্তু নবান্ন তাতে কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন। ওই ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা স্তব্ধ করার পাশাপাশি আইন অমান্য কর্মসূচিও পালন করা হবে।