জেলা

‘তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিঁড়দাড়ায়’, সিবিআই-ইডি যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না: অভিষেক

তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়, কবিতাপ্রেমী মাত্রই জানেন শ্রীজাতর এই বিখ্যাত কাব্যপঙক্তি। এবার সেই কবিতাই শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মতুয়াগড় ঠাকুরনগরে বলতে উঠে অভিষেক সিবিআই প্রসঙ্গে এসেই এই কবিতা উচ্চরণ করলেন। অভিষেক এ দিন ঠাকুরনগরের সভায় বলেন, “সিবিআই কে লেলিয়ে দিয়ে ভেবেছে আমাকে চমকাবে।  ‌আমি বলছি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স- আরও যারা যারা আছে, আমার পিছনে লাগান। কিন্তু মেরুদণ্ড বিক্রি করব না, মাথা নত করব না। জেনে রাখুন আমার গলা কেটে দিলেও একটা কথাই বেরোবে- ‘জয় বাংলা’। আপনার জেদ থেকে আমার জেদ দ্বিগুণ। আপনি বহিরাগত এনে বাংলা দখল করতে চান। আমি আপনাদের বের করব।” এর পরেই শ্রীজাতকে উদ্ধৃত করে অভিষেক বলেন, “তুমিও মানুষ, আমিও মানুষ। তফাত শুধু শিরদাঁড়ায়।” এদিন মতুয়াদের সামনে সিএএ নিয়েও সরব হন অভিষেক। বলেন, কয়েক দিন আগে এখানে এসে বিজেপির অমিত শাহ আপনাদের কী বলেছিলেন? বলেছেন, “করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই নাগরিকত্ব দেওয়া হবে। আরে তোমরা কি নাগরিকত্ব দেবে? আপনাদের নাগরিকত্বের প্রমাণ আছে তো? ভোটার কার্ড আছে তো? আর আপনাদের বলে দিচ্ছে অবৈধ। আপনারা যদি অবৈধ হন, তা হলে নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, রাজনাথ সিংহ অবৈধ।” মতুয়াদের তিনি আশ্বস্ত করেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছেন, আপনাদের কেশাগ্র কেউ ছুঁতে পারবে না। বলছে নাগরিকত্ব দেবে। তুমি কে নাগরিকত্ব দেওয়ার?”