রাজ্যে প্রথম দফার ভোটে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ইতিমধ্যেই ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে। আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আগামী দু’দিনের মধ্যে তা মোতায়েন হয়ে যাবে যে সব জেলায় প্রথম দফার নির্বাচন হতে চলেছে সেখানে। এমনিতেই এবার কোভিডের কারনে বুথের সংখ্যা বেড়েছে। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম দফায় জেলাওয়াড়ি বুথের সংখ্যা থাকছে অনেকটা এই রকম – পুরুলিয়া ৩১২৭, ঝাড়গ্রাম ১৩০৭, বাঁকুড়া- ১৩২৮, পূর্ব মেদিনীপুর ২৪৩৭ ও পশ্চিম মেদিনীপুর- ২০৮৯টি। এই সব বুথের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই থাকুক এমন্টাই চাইছে বিজেপি। যদিও তা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন থেকে গিয়েছে। কেননা প্রথম দফার নির্বাচনে মোট ১০ হাজার ২৮৮টি বুথে মানুষ ভোটদান করবেন। যদি প্রতি বুথে ২জন করেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকে তাহলেও প্রায় ২১ হাজার জওয়ান লাগবে বুথ পাহারার জন্য। তাই মনে করা হচ্ছে কমিশন সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারবে না। কিছু বুথে রাজ্য পুলিশও থাকবে।