কলকাতা

‘নন্দীগ্রামে ঘুরছে বহিরাগত গুন্ডারা’, প্রমাণ সহ ফের কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

প্রথম দফায় ভোটগ্রহণ শুরুর মুখে আবারও ‘বহিরাগত’ নালিশ তৃণমূলের। এবার নড়চড়ে বসল কমিশন। নাকাবন্দি নির্দেশ দেওয়া হল নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। একুশের ভোটে নজরে ‘বহিরাগত’রা। স্রেফ প্রচারের হাতিয়ার নয়, প্রথম দফার ভোটের আগে ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল। এদিন সকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের যান ডেরেক ও’ব্রায়েন ও কাকলী ঘোষদস্তিদার। তাঁদের অভিযোগ, ‘পটাশপুর, ভগবানপুর, খেজুরি, এগরা, নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বাইরে থেকে দুষ্কৃতীদের জড়ো করা হয়েছে। এরা কেউ ওই এলাকার ভোটার নয়। কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করছে না। বড় রাস্তায় নাকা চেকিং চলছে, কিন্তু গ্রামের ভিতরে ঢুকছেন না জওয়ানরা’। মুখ্য নির্বচনী আধিকারিকের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। এরপর বিকেলে ‘বহিরাগত’দের খোঁজ করতে নন্দীগ্রাম-সহ ওইসব এলাকা নাকাবন্দির নির্দেশ দিল কমিশন। উল্লেখ্য, এর আগেও বহিরাগত ইস্যুতে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল।  এছাড়াও নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছে তৃণমূল নেতৃত্ব ৷ অভিযোগ, তাঁর মদতেই দুষ্কৃতীরা গা ঢাকা দিয়ে রয়েছে । ভোটের দিনে সেখানে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল ৷ একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের । তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী যেখানে রয়েছে সেখান থেকে ভোটকেন্দ্রগুলি অনেকটাই দূরে । গ্রামের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকছেন না ৷ যে দুষ্কৃতীদের কথা উল্লেখ করা হয়েছে, তারা গ্রামের মধ্যেই রয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷