করোনা মোকাবিলায় এবার দেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ফেরানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সোমবার ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারী ঠেকাতে এই বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, করোনা মোকাবিলায় ফৌজের তিন বাহিনীকেই স্থানীয় প্রশাসনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে। তবে এক্ষেত্রে গত দু’বছরের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন কেবলমাত্র তাঁদেরকেই ডেকে পাঠানো হবে। এছাড়া, প্রয়োজনে সেনার ভাণ্ডার থেকে হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডার জোগান দেওয়া হবে।


