দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক ডাক্তার সহ ৮ করোনা রোগীর
দেশ

দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক ডাক্তার সহ ৮ করোনা রোগীর

শনিবার দুপুরে দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে এবার মৃত্যু হল ডাক্তারের। সেখানে ১ ডাক্তার সহ মৃত্যু হয়েছে ৮ জন করোনা রোগীর। দিল্লিতে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে অক্সিজের ঘাটতি। যার ফল করতে হচ্ছে বাত্রা সহ দিল্লির আরও অনেক হাসপাতালকে। এই হাসপাতালে ভর্তি ছিলেন ৩২৭ জন করোনা রোগী। শনিবার সকালে অক্সিজেনের ঘাটতি চরমে ওঠে। এদিন দুপুর ১২টা ৩০ থেকেই অক্সিজেনের আকাল দেখা দেয়। হাসপাতালের তরফে বলা হয়, তরল অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিন্তু পুনরায় হাসপাতালে অক্সিজেন পৌঁছয় দুপুর ১.৩৫ নাগাদ। কিন্তু তার আগেই প্রাণ হারান বাত্রা হাসপাতালেরই গ্যাস্ট্রোএনটেরিট্রিস বিশেষজ্ঞ ড. আর কে হিমথানি। তাঁর ৬২ বছর। ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অক্সিজেনের অভাবে এদিন তিনি এবং আরও ৭ জন রোগীর মৃত্যু হয়।