আয়কর দপ্তর আজ নতুন ই-ফাইলিং পোর্টাল চালু করতে চলেছে। এই নতুন পোর্টাল www.incometax.gov.in আয়কর দাতাদের সুবিধার্থে বেশকিছু অ্যাডভান্সড ফিচার নিয়ে এসেছে। এই তুন পোর্টালের মূল লক্ষ্যই হল যত তাড়াতাড়ি সম্ভব আয়কর ফেরত দেওয়া। অর্থাত্ আয়কর রিটার্নের প্রক্রিয়াকে দ্রুততর করার কাজে বিশেষ জোর দেবে এই নতুন www.incometax.gov.in পোর্টাল। এখান থেকে বিনামূল্যে মিলবে আয়কর রিটার্ন প্রক্রিয়ার সফটওয়্যার। আয়করের চলতি মাসের কিস্তি জমা পড়ার পর আগামী ১৮ জুন নতুন আয়কর পরিশোধের পোর্টাল চালু হবে। মূলত আয়কর দাতাদের হয়রানি রুখতেই এই নতুন পোর্টাল আসছে।
একনজরে দেখে নিন কী কী আছে এই ই-ফাইলিং পোর্টালে :
- করদাতাদের সমস্ত রকম প্রশ্নের যথাযথ উত্তর তত্ক্ষণাত্ দিতে আসছে নতুন কলসেন্টার। যেখানে বিশদ বিবরণের পাশাপাশি থাকবে ইউজার ম্যানুয়াল, চ্যাটবোর্ড, লাইভ এজেন্টেস এবং ভিডিও।
- এবার একটি ড্যাশবোর্ডেই আপলোড, বার্তালাপ, পড়ে থাকা কাজের বিবরণ পেয়ে যাবেন করদাতা।
- এই পোর্টালে আয়কর রিটার্নের প্রক্রিয়া এতটাই দ্রুত গতিতে হবে যে করদাতাদের কাছে টাকা ফেরত যাবে খুব তাড়াতাড়ি।
- নতুন পোর্টালে আয়কর ফেরত সংক্রান্ত প্রক্রিয়ার সফটওয়্য়ার বিনামূল্যে মিলবে।
- নতুন পোর্টালে অনলাইন ও অফলাইন দুইভাবে পরিষেবা পাবেন করদাতারা।
- করদাতারা তাদের প্রোফাইল আপডেট করতে পারবেন এবং আয়ের নির্দিষ্ট বিবরণ যেমন বেতন, বাড়ির সম্পত্তি, ব্যবসা বা পেশা যা আয়কর রিটার্ন প্রি ফাইলিংয়ে কাজে লাগবে। ৩০ জুন ২০২১-এর মধ্যে টিডিএস এবং এসএফটি বিবরণ পোর্টালে আপলোড করতে হবে। তাহলেই বিশদে জানতে পারেবন।