গত বছর ২০২০ সালে তিনদফায় ৬০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদি সরকার। সেই মতো গত বছর দেশে কোটি সংখ্যায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু এত বড় সংখ্যায় আওতাভুক্ত কৃষকদের নির্বচন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে। এবার পিএম-কিষান-এর আওতাভুক্ত নয় এরকম কৃষকদের থেকে টাকা ফেরত্ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। সংসদে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, আধার, পিএফএমএস, আয়কর ডাটাবেস সহ বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা টাকা পেয়েছেন এরকম কৃষকদের তথ্য যাচাইকরণ এবং বৈধতার ভিত্তিতে ভুলগুলি শোধরানো হচ্ছে। এবং এর মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের কিছু মানুষের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্তগুলও পূরণ করছেন না। এরকম অযোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে তাদের থেকে অর্থ ফেরত্ নেওয়ার পদ্ধতি শুরু করতে চলেছে সরকার। সংসদে তোমর আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যের ৪২ লক্ষ এরকম অ-কৃষকদের থেকে প্রায় ২,৯৯২ কোটি টাকা ফেরত্ নেওয়ার পক্রিয়া শুরু করেছে কেন্দ্র।