রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হল। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে এ কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের ২টি ডোজই নেওয়া রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর৷ তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষাতকে কেন্দ্র করে কিছুটা হলেও অনিশ্চয়তা তৈরি হল৷ তার কারণ, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক৷ এ দিন দিল্লিতে সাংবাদিকদের নিজেই এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ছাতা হাতে বৃষ্টি ভেজা দিল্লিতে রাস্তায় দাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আরটিপিসিআর করা দরকার। আমার দু’টি টিকাই নেওয়া আছে, কিন্তু করোনা পরীক্ষা করাব কোথায়? এখন না হলে পরে না হয় দেখা করব, রাষ্ট্রপতি সুস্থ থাকুন।’’ এ দিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর দিল্লি এসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাটাই রীতি৷ সেই কারণেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি৷